‘কৃষ ৪’-এ ৩টি চরিত্রে দেখা যাবে হৃতিককে!

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন
বলিউড অভিনেতা হৃতিক রোশান বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে রয়েছেন। এটি হতে চলেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। এই ছবিটি পুরোটাই অ্যাকশনে ভরপুর। এদিকে ভক্তরা এবার হৃতিকের‘কৃষ ফোর’রে জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যাবর্তন করতে পারেন। প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিনতা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ‘কৃষ ফোরে’ দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, হৃতিক এই ছবিতে ট্রিপল রোল করতে চলেছেন। ইন্সট্যান্ট বলিউডের প্রতিবেদন অনুসারে, এই ছবিতে কৃষকে বিভিন্ন টাইমলাইনে দেখানো হবে।

ছবিটিকে অতীত এবং ভবিষ্যতের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে ছবিটিকে পারিবারিক আবেগ এবং সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি করা হবে।

যদিও চিত্রনাট্য বা গল্পের বিষয়ে কোনও বড় আপডেট আসেনি, তবে নিশ্চিত করা হয়েছে যে, হৃতিক রোশন নিজেই প্রথম বারের মতো পরবর্তী অংশটি পরিচালনা করতে চলেছেন। ছবিতে টাইম ট্রাভেলের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

চিত্রনাট্য যাতে উন্নত মানের হয়, তার জন্য হৃতিক লেখক এবং আদিত্য চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন। ২০২৬ সালের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে খবর। ‘কোই মিল গয়া’ মুক্তির ২৩ বছর পর ‘কৃষ ফোরে’-এ ‘জাদু’রও প্রত্যাবর্তন ঘটতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।