জুলাই আন্দোলনে রিয়ার মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ শহরে গুলিতে রিয়া গোপ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যুর ১১ মাস পর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবু রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৯ জুলাই বিকেলে আওয়ামী লীগের ১৫০ জন থেকে ২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে মিছিলকারীদের উপর গুলি ও বোমা নিক্ষেপ করে। বিকেলে গুলশান হলের পেছনে নয়ামাটি এলাকায় ৫তলা বাড়ির ছাদে রিয়া গোপ খেলাধুলা করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমদ বলেন, ‘এ ঘটনায় পরিবারকে মামলা করতে বলা হলেও তারা মামলার বিষয়টি রিফিউজ করেন। পরে গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।’

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।