ঢাকা, ৯ আগস্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যার মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শুক্রবার (৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
ড. আসিফ নজরুল একজন প্রথিতযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, লেখক, ঔপন্যাসিক এবং রাজনীতি-বিশ্লেষক হিসেবে সুপরিচিত। ১৯৬৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করা ড. নজরুল তার কর্মজীবন শুরু করেন একজন সাংবাদিক হিসেবে, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে খ্যাতি অর্জন করেন।
তিনি বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেছেন এবং পরে শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত হন। ড. আসিফ নজরুল জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় রাজনৈতিক ও আইনি বিশ্লেষণ করে আসছেন, যার মধ্যে বিবিসি, সিএনএন, এবং আল জাজিরার মত আন্তর্জাতিক গণমাধ্যমও অন্তর্ভুক্ত।
এছাড়া, ড. নজরুল ইউএনডিপি, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মানবাধিকার, আইনের শাসন, এবং পরিবেশগত সমস্যার উপর কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। তার বিশ্লেষণী দক্ষতা ও গভীর আইনি জ্ঞান তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে বিশেষভাবে সক্ষম করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে দেশের আইনি ব্যবস্থায় সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. আসিফ নজরুলের অভিজ্ঞতা ও দক্ষতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।