"আমার ওপর ভরসা রাখুন, দেশের কোথাও হামলা হবে না" - ড. ইউনূস

আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০৪:০৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০৪:০৫:৩৩ অপরাহ্ন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আমার ওপর ভরসা রাখুন, দেশের কোথাও হামলা হবে না।"

 

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর পৌনে ৩টায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

 

ড. ইউনূস বলেন, "আপনাদের যদি আমার প্রতি আস্থা থাকে, তাহলে দেশের কোথাও হামলা হবে না। আমি চাই, সকল হামলা এবং সহিংসতা বন্ধ হোক। তা না হলে আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই।" তিনি সবাইকে আহ্বান জানান সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে।

 

নতুন বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, "আমরা একটি পুনর্জন্মের বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছে দিতে হবে।" তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। তাদের প্রচেষ্টার ফলেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি।"

 

এদিকে ড. ইউনূসের আগমনের সময় তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করবেন তিনি।

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গতকাল বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস।

 
 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।