ছোটপর্দার ‘সিম্পল গার্ল’ এখন গ্ল্যামার কুইন

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০১:৫৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০১:৫৭:৪৯ অপরাহ্ন
২০১৩ সালে ‘খেলতি হ্যায় জিন্দেগি আাঁখ মিচোলি’ টিভি সিরিজ দিয়ে রঙিন দুনিয়ায় পা রাখেন শিবাঙ্গী। এরপর বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেন এই অভিনেত্রী।

তবে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় ২০১৬ সালে ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে ‘নাইরা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাকে এনে দেয় তুমুল খ্যাতি, একাধিক পুরস্কার এবং লাখ লাখ ভক্ত।

নিজের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি ছোটপর্দার গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন দর্শকের অন্তরে।

শিবাঙ্গী এখন আর শুধু টিভির গণ্ডিতে সীমাবদ্ধ নন। মিউজিক ভিডিও, ওটিটি কনটেন্ট এবং সোশ্যাল ক্যাম্পেইনেও রয়েছে তার সরব উপস্থিতি।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।