উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০১:১৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০১:১৯:১২ অপরাহ্ন
রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী (৪০) এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৮ মে) রাত সোয়া ৯ টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ১০ নম্বর রোড রেলক্রসিংয়ে এলাকায় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মার্কে পাঠায়।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, শনিবার হজ্ব ক্যাম্প থেকে ডিউটি শেষে থানায় ফিরছিলেন। রাত সোয়া ৯টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ৪ নং সেক্টর ১০ নং রোড রেলক্রসিংয়ে রেল লাইনের উপর দাড়িয়ে ফোনে কথা বলছিল ওই পুলিশ কর্মকর্তা।

এসময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এম মনসুর আলী পরিবার নিয়ে পল্লবী বাইগারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। বাবার নাম সানোয়ার আলী। তিনি দক্ষিনখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।