আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার রিট খারিজ

আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:২২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:২২:১৮ অপরাহ্ন

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালত পর্যাপ্ত প্রমাণ না থাকায় এবং আইনের পর্যবেক্ষণ বিবেচনা করে এই রিট খারিজের সিদ্ধান্ত নেন।

 

আদালতের এই আদেশে আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের সমর্থকরা হতাশা প্রকাশ করেছেন, তবে সরকারপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আইনজীবীরা জানান, ভবিষ্যতে এ বিষয়ে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবারো রিট করা হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।