
সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাক-ভারতের উত্তেজনা সরাসরি সামরিক হামলা-পাল্টা হামলা পর্যন্ত পৌঁছেছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর দুই দেশের প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি হয়, যা এখনো কার্যকর রয়েছে। কিন্তু এরই মধ্যে নতুন করে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের সঙ্গে সংঘাতের সময় মে মাসের শুরুতে ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী।
এর আগে, পাকিস্তান অবশ্য ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। পাকিস্তানেরে সশস্ত্র বাহিনীর হামলায় ভূপাতিত হওয়া ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান। আর এবার ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেটও ধ্বংসের কথা জানাল পাকিস্তান। এতে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ৬টিতে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের সঙ্গে সংঘাতের সময় মে মাসের শুরুতে ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী।
এর আগে, পাকিস্তান অবশ্য ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। পাকিস্তানেরে সশস্ত্র বাহিনীর হামলায় ভূপাতিত হওয়া ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান। আর এবার ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেটও ধ্বংসের কথা জানাল পাকিস্তান। এতে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ৬টিতে।