
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমান দোকান এবং অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ফটক থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান শুরুর সময় ঢাবির পক্ষে এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ডিএনসিসির নেতৃত্বে গণপূর্ত অধিদফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানার পুলিশ ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছি। এখানে নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। তারা সবাই যেন নির্বিঘ্নে, নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমাদের এই অভিযান।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ফটক থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান শুরুর সময় ঢাবির পক্ষে এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ডিএনসিসির নেতৃত্বে গণপূর্ত অধিদফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানার পুলিশ ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছি। এখানে নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। তারা সবাই যেন নির্বিঘ্নে, নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমাদের এই অভিযান।