মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রী

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:৪০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:৪০:৩৮ অপরাহ্ন
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে নার্সিং শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে শহরের বড় চৌরাস্তায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন নার্সিং শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পরে সড়কে যানচলাচল। ফলে যানজটে দুর্ভোগে পড়েন এ সড়কে চলাচল করা হাজার হাজার যাত্রী।

জানা যায়, ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হয়। এ সময় তারা “এইড.এস.সই.'র পর ডিপ্লোমা নাই-ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই” বলে শ্লোগান দিতে থাকে।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ততেক হাওলাদার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে  শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক ছাড়ার অনুরোধ জানালেও তারা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।