যুদ্ধ নাকি শান্তি চাও, ভারতকে হুঁশিয়ারি শেহবাজের

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা— সেই সিদ্ধান্ত তোমাদের। 

বুধবার (১৪ মে) পাকিস্তানের সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।

এ সময় শেহবাজ শরিফ দাবি করে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে।

একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন।

ভাষণে শেহবাজ আরও বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।

তিনি আরও বলেন, ভারত মনে করত পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।

ভারতকে উদ্দেশ করে শেহবাজ বলেন, আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। (কোনটি তোমরা চাও, সেই) সিদ্ধান্ত তোমাদের।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।