
তিন দফা দাবিতে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে বুধবার (১৪ মে) সকাল থেকে জবি কেন্দ্রীয় শহীদ মিনার ও শান্ত চত্বরের সামনে জড়ো হতে থাকেন জবি শিক্ষার্থীরা। নিউজটি লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড়ে পৌঁছেছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দাবি আদায়ে "লং মার্চ টু যমুনা' কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এর আগে বুধবার (১৪ মে) সকাল থেকে জবি কেন্দ্রীয় শহীদ মিনার ও শান্ত চত্বরের সামনে জড়ো হতে থাকেন জবি শিক্ষার্থীরা। নিউজটি লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড়ে পৌঁছেছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দাবি আদায়ে "লং মার্চ টু যমুনা' কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।