
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত সপ্তাহে ভারতের সংঘর্ষ পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার জারি করা বিবৃতিতে আইএসপিআর বলেছে, ভারতের সঙ্গে সংঘর্ষের সময় একজন স্কোয়াড্রন লিডারসহ বিমানবাহিনীর পাঁচজন সদস্য এবং ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। গত ১০ই মে ভারতীয় হামলায় তারা নিহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ৬ ও ৭ই মে রাতে ভারতীয় হামলায় সাতজন নারী, ১৫ জন শিশুসহ ৪০ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন নারী ও২৭ জন শিশু রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতীয় হামলায় নিহত ও আহতদের পরিবারের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছেন।
শাহবাজ শরিফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় নিহত বেসামরিক নাগরিকদের উত্তরাধিকারীদের ১০ মিলিয়ন বা এক কোটি রুপি এবং আহতদের ১০ লাখ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে।
এছাড়া নিহত পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের উত্তরাধিকারীদের তাদের পদমর্যাদা অনুযায়ী এক কোটি থেকে ১৮ লাখ রুপি পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হবে। সামরিককর্মীদের উত্তরাধিকারীদের গৃহ সুবিধার জন্য তাদের পদমর্যাদার ওপর নির্ভর করে ১৯ লাখ থেকে ৪২ লাখ রুপি দেওয়া হবে।
প্রায় চার দিনের লড়াইয়ের পর শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে।
সোমবার ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদর দপ্তর এক্স হ্যান্ডেলে-এ জানিয়েছিল, 'অপারেশন সিন্দুরে' ভারতীয় নিরাপত্তা বাহিনীর আট জন সদস্য মারা গেছেন।
মঙ্গলবার জারি করা বিবৃতিতে আইএসপিআর বলেছে, ভারতের সঙ্গে সংঘর্ষের সময় একজন স্কোয়াড্রন লিডারসহ বিমানবাহিনীর পাঁচজন সদস্য এবং ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। গত ১০ই মে ভারতীয় হামলায় তারা নিহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ৬ ও ৭ই মে রাতে ভারতীয় হামলায় সাতজন নারী, ১৫ জন শিশুসহ ৪০ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন নারী ও২৭ জন শিশু রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতীয় হামলায় নিহত ও আহতদের পরিবারের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছেন।
শাহবাজ শরিফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় নিহত বেসামরিক নাগরিকদের উত্তরাধিকারীদের ১০ মিলিয়ন বা এক কোটি রুপি এবং আহতদের ১০ লাখ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে।
এছাড়া নিহত পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের উত্তরাধিকারীদের তাদের পদমর্যাদা অনুযায়ী এক কোটি থেকে ১৮ লাখ রুপি পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হবে। সামরিককর্মীদের উত্তরাধিকারীদের গৃহ সুবিধার জন্য তাদের পদমর্যাদার ওপর নির্ভর করে ১৯ লাখ থেকে ৪২ লাখ রুপি দেওয়া হবে।
প্রায় চার দিনের লড়াইয়ের পর শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে।
সোমবার ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদর দপ্তর এক্স হ্যান্ডেলে-এ জানিয়েছিল, 'অপারেশন সিন্দুরে' ভারতীয় নিরাপত্তা বাহিনীর আট জন সদস্য মারা গেছেন।