সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ১২:১২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ১০:২৪:৫৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১২ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। 

তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাবেক এই এমপির বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। 

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯-২০১৩ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ২০২৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 

তবে, এমপি থাকা অবস্থায় তার স্বেচ্ছাচারী কার্যক্রম, লুটপাট ও অনিয়ম নিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন। ২০২১ সালে তিনি ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।