ব্রহ্মপুত্র ন‌দে গোসলে নেমে নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:০৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০১:০৮:১৪ অপরাহ্ন
কুড়িগ্রামের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ডুবে নিখোঁজ ইব্রাহিম ও ইমরান হো‌সেন নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। 

সোমবার (১২‌ মে) সকাল ৭টার দি‌কে উপজেলার হাতিয়া ইউনিয়নের পা‌লের ঘাট এলাকা থেকে তা‌দের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান।

জানা গেছে, শিশু ইব্রাহিম আলী(১২) ও ইমরান হো‌সেন(৮) আপন দুই ভাই। গত শনিবার বেলা ৩টার দি‌কে উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রামে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ডুবে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়‌দের সহায়তায় অনেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তাদের সন্ধান পাওয়া যায়নি। প‌রে সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হাতিয়া ইউনিয়নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মরদেহ ভাস‌তে দেখে উদ্ধার ক‌রে স্থানীয়রা।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।