অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে জনমনে শঙ্কা আছে: তারেক রহমান

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকার আদৌ দায়িত্ব পালন করতে পারছে কিনা, তা নিয়ে জনগণের মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটরিয়ামে আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সংস্কারের নামে সরকার শুধু সময়ক্ষেপণ করছে না, বরং এই সুযোগে সৈরাচারদের দেশত্যাগে পরোক্ষভাবে সহযোগিতা করছে।’

তারেক রহমান আরও অভিযোগ করেন, ‘নানা ইস্যু তৈরি করে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতি ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বয়ে আনতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে গণতান্ত্রিক পথ রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে যেন কোনো ষড়যন্ত্র দেশকে গণতন্ত্র থেকে বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।