আবারও আইটেম গানে ঝলক দেখাবেন শ্রীলীলা

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১২:৩৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ১২:৩৪:১২ অপরাহ্ন
দক্ষিণী ছবির রাইজিং সেনসেশন শ্রীলীলা এবার যোগ দিতে চলেছেন রাম চরণের বহুল প্রতীক্ষিত সিনেমা পেড্ডি-তে—তাও একটি হাই-ভোল্টেজ আইটেম ডান্স নম্বরের মাধ্যমে। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’-এর 'কিসসিক' গানের পর এবার ‘পেড্ডি’-তে তাঁর উপস্থিতিও হতে পারে এক ভাইরাল টার্নিং পয়েন্ট।

পরিচালক বুচি বাবু সানা নাকি এই বিশেষ গানে শ্রীলীলাকেই চাইছেন, এমনটাই দাবি একাধিক সূত্রের। জানা গেছে, তাঁকে ডাবল পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে এবং পুরো শিডিউল আপাতত আটকে আছে তাঁর চূড়ান্ত সম্মতির অপেক্ষায়।

বর্তমানে 'গেম চেঞ্জার' ঘিরে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকায়, পেড্ডি-র জন্য শ্রীলীলার এই সংযুক্তি হতে পারে এক কার্যকর গ্ল্যামার ইনফিউশন। ছবিটি একটি ক্রিকেট-ভিত্তিক পিরিয়ড ড্রামা, যার পরিচালনায় রয়েছেন উপ্পেনা খ্যাত বুচি বাবু সানা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ.আর. রহমান, যিনি ছবির জন্য একটি বড় ক্যানভাসে মাস অ্যান্থেম তৈরি করছেন।

মূল কাস্টে আছেন রাম চরণ, জানভি কাপুর, শিবরাজকুমার ও জগপতী বাবু। প্রযোজনায় রয়েছে মাইথ্রি মুভি মেকার্স, সুখুমার রাইটিংস ও বৃদ্ধি সিনেমাস।

যদি শ্রীলীলার চুক্তি চূড়ান্ত হয়, তাহলে এ.আর. রহমানের সময়সূচির সঙ্গে মিলিয়ে এই স্পেশাল ডান্স নম্বরের শুটিং শুরু হবে খুব দ্রুত। আপাতত তিনি ব্যস্ত কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁর প্রথম হিন্দি ছবির কাজ নিয়ে।

শ্রীলীলার উপস্থিতি পেড্ডি-তে এনে দিতে পারে বহুপ্রত্যাশিত সেই বাণিজ্যিক ঝলক, যা ছবিটিকে পৌঁছে দিতে পারে দক্ষিণী ইন্ডাস্ট্রির পরবর্তী ব্লকবাস্টারের কাতারে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।