পাকিস্তানে হামলা নিয়ে যে বার্তা দিলেন মোদি

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:৫০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:৫০:২১ অপরাহ্ন
পাকিস্তানে হামলা নিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৭ মে) দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বার্তা দেন। 

বৈঠকে পাকিস্তানে ভারতীয় বাহিনী পরিচালিত সামরিক অভিযানকে ‘গর্বের মুহূর্ত’ বলে অভিহিত করেন তিনি।

নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভাকে জানান, অভিযানটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে, ‘কোনো ভুল হয়নি’ এবং প্রতিশোধমূলক আক্রমণ ‘সফলভাবে সম্পন্ন’ হয়েছে। খবর এনডিটিভি’র।

তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত নির্ভুলতার সাথে অভিযানটি সম্পন্ন করেছে, আগে থেকে নেয়া প্রস্তুতি কঠোরভাবে মেনে চলেছে। 
 
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সশস্ত্র বাহিনীর ‘প্রশংসনীয় কাজ’ এবং ‘নিখুঁত মৃত্যুদণ্ডের’ প্রশংসা করেন। বলেন, পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত।
 
এনডিটিভি বলছে, মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে মোদির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং টেবিল চাপড়ে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। 

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র জাতি নরেন্দ্র মোদি এবং সামরিক বাহিনীর সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বলেও জানান মন্ত্রীরা।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।