টাকা লুটের অভিযোগে শেখ হাসিনাকে ডেকেছে দুদক

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:১৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:১৯:২২ অপরাহ্ন
দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে তৎকালীন সরকারের প্রধান ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের ৮ মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কোন ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে তা জানা যায়নি।

শেখ হাসিনা ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব দুদক।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরই মধ্যে তাঁর নামে মামলা হয়েছে শতাধিক। হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।