পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে প্রগতি সরণি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্ক এলাকায় অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, "সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। আমাদের ভাইদের খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে আমরা বিক্ষোভ মিছিল করব।"
অন্যদিকে, বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ। পুলিশের উপস্থিতি সত্ত্বেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ কর্মসূচি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিক্ষার্থীদের এই আন্দোলন চলমান রয়েছে এবং তারা তাদের যৌক্তিক দাবিগুলি পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। প্রগতি সরণির বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের প্রতি তাদের দাবিগুলি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।