
ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণের এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জন নিহত ও ১২০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত করছে তেহরান। মধ্যপ্রাচ্যে দেশটির প্রধান প্রতিপক্ষ ইসরায়েল যদিও বিবৃতির মাধ্যমে বিস্ফোরণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে।
তবে, এবার ইরানে এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির একজন সংসদ সদস্য। স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন, এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের।
তিনি দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে কনটেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।
এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই সংসদ সদস্যের।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছোট একটি আগুন থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে ঠিক কোথায় থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।
তবে, এবার ইরানে এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির একজন সংসদ সদস্য। স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন, এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের।
তিনি দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে কনটেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।
এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই সংসদ সদস্যের।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছোট একটি আগুন থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে ঠিক কোথায় থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।