
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বিদ্যালয়ের কক্ষে ১৬ জন স্থানীয় বাসিন্দাকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলা সদরের সুখছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন ওই এলাকার বাকর আলি পাড়ার আবদুস শুক্কুরের গোয়াল ঘর থেকে ১টি, মৃত আব্দুল মোনাফের স্ত্রীর রিজু আক্তারের গোয়ালঘর থেকে ১টি, নওশা মিয়ার গোয়াল ঘর থেকে ২টিসহ মোট ৪টি গরু নিয়ে যায় ডাকাত দল।
এছাড়া একইসময়ে পাশের এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথচারীদের আটকায় সশস্ত্র ডাকাত দল। ধাপে ধাপে ১৬জন স্থানীয়দের দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে তাদের পরনের কাপড় দিয়ে হাত পা বেঁধে রাখা হয়। এসময় তাদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়। এবং প্রত্যেকের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ এবং নগদ টাকা ও একজনের মোটরসাইকেল নিয়ে যায় ডাকাত দল।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির বলেন, ভোর সাড়ে ৪টার সময় স্থানীয় একজন ডাকাত এসেছে বলে কল দেয়। পরে আমিসহ স্থানীয়রা রাস্তায় আসলে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে আওয়াজ শুনতে পেলে দেখি স্থানীয় ১৬ জন হাত পা বাঁধা অবস্থায় ছিলো। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ডাকাতির খবর শুনেছি এবং ঘটনাস্থলও পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলা সদরের সুখছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন ওই এলাকার বাকর আলি পাড়ার আবদুস শুক্কুরের গোয়াল ঘর থেকে ১টি, মৃত আব্দুল মোনাফের স্ত্রীর রিজু আক্তারের গোয়ালঘর থেকে ১টি, নওশা মিয়ার গোয়াল ঘর থেকে ২টিসহ মোট ৪টি গরু নিয়ে যায় ডাকাত দল।
এছাড়া একইসময়ে পাশের এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথচারীদের আটকায় সশস্ত্র ডাকাত দল। ধাপে ধাপে ১৬জন স্থানীয়দের দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে তাদের পরনের কাপড় দিয়ে হাত পা বেঁধে রাখা হয়। এসময় তাদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়। এবং প্রত্যেকের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ এবং নগদ টাকা ও একজনের মোটরসাইকেল নিয়ে যায় ডাকাত দল।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির বলেন, ভোর সাড়ে ৪টার সময় স্থানীয় একজন ডাকাত এসেছে বলে কল দেয়। পরে আমিসহ স্থানীয়রা রাস্তায় আসলে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে আওয়াজ শুনতে পেলে দেখি স্থানীয় ১৬ জন হাত পা বাঁধা অবস্থায় ছিলো। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ডাকাতির খবর শুনেছি এবং ঘটনাস্থলও পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।