
বাংলাদেশের ক্রিকেটে দুই বছর আগেও লেগস্পিনারদের আড়চোখে দেখা হতো। ঘরোয়া লিগেও ছিল না কদর। কিন্তু সেসব বাস্তবতাকে পেছনে ফেলে রিশাদ হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের বাহক। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেও খেলা হয়নি তার। তবে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগটা হাতছাড়া করেননি তিনি। সুযোগ পেয়ে অভিষেকেই বাজিমাত করে চলেছেন রিশাদ হোসেন।
করাচি কিংসকে হারানোর পর লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একটি ছবিতে দেখা যায়, আঙুল উঁচিয়ে নিজের মাথার ফাজাল মাহমুদ ক্যাপ দেখাচ্ছেন এই তরুণ লেগস্পিনার। ক্যাপশনে লেখা ‘স্পিনিং ম্যাজিক!’ এতক্ষণে অজানা নয়, পিএসএলের চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারি এখন এই টাইগার স্পিনার।
রিশাদের অভিষেক ম্যাচেই তাকে বলা হয়েছিল ‘বাংলাদেশের ম্যাজিক ম্যান’। এবার সেটা প্রমাণ করলেন পরিসংখ্যান দিয়ে। লাহোরের প্রথম ম্যাচে একাদশে না থাকলেও পরের দুই ম্যাচে রিশাদ ঝড় তুলেছেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের বিপক্ষে টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
আইপিএলে যেমন ‘পার্পল ক্যাপ’ আর ‘অরেঞ্জ ক্যাপ’, পিএসএলে সেটি কিংবদন্তিদের নামে। সর্বোচ্চ উইকেট শিকারির মাথায় ওঠে ফাজাল মাহমুদের নামে নামকরণ করা ক্যাপ, আর সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় থাকে ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’। ব্যাটিংয়ে লাহোরের আরেক তারকা ফখর জামান সেই ক্যাপ পেয়েছেন।
রিশাদ ও পাকিস্তানের আবরার আহমেদ দুজনেই দুই ম্যাচে ৬টি করে উইকেট নিয়েছেন। তবে রিশাদের গড় ৯.৫০, ইকোনমি রেট ৭.১২। সেখানে আবরারের গড় ১২.৫০, ইকোনমি ৯.৩৭। সোজা কথা, সবদিক দিয়েই এগিয়ে রিশাদ। পাঁচটি করে উইকেট রয়েছে শাহিন শাহ আফ্রিদি, জেসন হোল্ডার, শাদাব খান ও হাসান আলির ঝুলিতে।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে এই প্রথম খেলছেন রিশাদ। আর প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করছেন। এর আগে সুযোগ এলেও খেলার সুযোগ হয়নি। এবার লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতেই বাজিমাত।
মাত্র তো দুটি ম্যাচ খেলা হয়েছে রিশাদের। সামনে আরও কঠিন প্রতিপক্ষ, বড় মঞ্চ, সামলাতে হবে আরও চাপ। সেই সঙ্গে থাকছে ব্যাট হাতেও কিছু করে দেখানোর প্রত্যাশা। তবে যে শুরুটা তিনি করেছেন, তাতে করে আশা করাই যায় এই পিএসএল জুড়েই রিশাদ হোসেন নামটা থাকবে আলোচনার কেন্দ্রে।
করাচি কিংসকে হারানোর পর লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একটি ছবিতে দেখা যায়, আঙুল উঁচিয়ে নিজের মাথার ফাজাল মাহমুদ ক্যাপ দেখাচ্ছেন এই তরুণ লেগস্পিনার। ক্যাপশনে লেখা ‘স্পিনিং ম্যাজিক!’ এতক্ষণে অজানা নয়, পিএসএলের চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারি এখন এই টাইগার স্পিনার।
রিশাদের অভিষেক ম্যাচেই তাকে বলা হয়েছিল ‘বাংলাদেশের ম্যাজিক ম্যান’। এবার সেটা প্রমাণ করলেন পরিসংখ্যান দিয়ে। লাহোরের প্রথম ম্যাচে একাদশে না থাকলেও পরের দুই ম্যাচে রিশাদ ঝড় তুলেছেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের বিপক্ষে টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
আইপিএলে যেমন ‘পার্পল ক্যাপ’ আর ‘অরেঞ্জ ক্যাপ’, পিএসএলে সেটি কিংবদন্তিদের নামে। সর্বোচ্চ উইকেট শিকারির মাথায় ওঠে ফাজাল মাহমুদের নামে নামকরণ করা ক্যাপ, আর সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় থাকে ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’। ব্যাটিংয়ে লাহোরের আরেক তারকা ফখর জামান সেই ক্যাপ পেয়েছেন।
রিশাদ ও পাকিস্তানের আবরার আহমেদ দুজনেই দুই ম্যাচে ৬টি করে উইকেট নিয়েছেন। তবে রিশাদের গড় ৯.৫০, ইকোনমি রেট ৭.১২। সেখানে আবরারের গড় ১২.৫০, ইকোনমি ৯.৩৭। সোজা কথা, সবদিক দিয়েই এগিয়ে রিশাদ। পাঁচটি করে উইকেট রয়েছে শাহিন শাহ আফ্রিদি, জেসন হোল্ডার, শাদাব খান ও হাসান আলির ঝুলিতে।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে এই প্রথম খেলছেন রিশাদ। আর প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করছেন। এর আগে সুযোগ এলেও খেলার সুযোগ হয়নি। এবার লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতেই বাজিমাত।
মাত্র তো দুটি ম্যাচ খেলা হয়েছে রিশাদের। সামনে আরও কঠিন প্রতিপক্ষ, বড় মঞ্চ, সামলাতে হবে আরও চাপ। সেই সঙ্গে থাকছে ব্যাট হাতেও কিছু করে দেখানোর প্রত্যাশা। তবে যে শুরুটা তিনি করেছেন, তাতে করে আশা করাই যায় এই পিএসএল জুড়েই রিশাদ হোসেন নামটা থাকবে আলোচনার কেন্দ্রে।