
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়। প্রতিবারের মতো এবারও রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও নতুন একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব। এর সঙ্গে দেখা গেছে জুলাই আন্দোলনে নিহত মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।
সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রায় মুখাবয়বটি উপস্থিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেককে বেশ আগ্রহ নিয়ে ছবি তুলতেও দেখা গেছে। এর সঙ্গে সবার দৃষ্টি কেড়েছে ‘পানি লাগবে পানি’ এবং ইলিশ মাছের মোটিফ।
শোভাযাত্রায় আরও থাকছে ইলিশ মাছ, কাঠের তৈরি বাঘ, শান্তির প্রতীক পায়রা, পালকি, ঘোড়া, নানা পাখির মোটিফ, সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেপাই, পটচিত্র ও অন্যান্য শৈল্পিক উপস্থাপনা।
আয়োজকরা জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে এবার তরমুজের মোটিফও রাখা হয়েছে। প্রতিরোধ ও দৃঢ়তার প্রতীক হিসেবে বিবেচিত তরমুজের বাইরের সবুজ রঙ এবং ভেতরের লাল, সাদা ও কালো রঙ ফিলিস্তিনের পতাকার রঙের প্রতিফলন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়। প্রতিবারের মতো এবারও রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও নতুন একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব। এর সঙ্গে দেখা গেছে জুলাই আন্দোলনে নিহত মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।
সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রায় মুখাবয়বটি উপস্থিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেককে বেশ আগ্রহ নিয়ে ছবি তুলতেও দেখা গেছে। এর সঙ্গে সবার দৃষ্টি কেড়েছে ‘পানি লাগবে পানি’ এবং ইলিশ মাছের মোটিফ।
শোভাযাত্রায় আরও থাকছে ইলিশ মাছ, কাঠের তৈরি বাঘ, শান্তির প্রতীক পায়রা, পালকি, ঘোড়া, নানা পাখির মোটিফ, সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেপাই, পটচিত্র ও অন্যান্য শৈল্পিক উপস্থাপনা।
আয়োজকরা জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে এবার তরমুজের মোটিফও রাখা হয়েছে। প্রতিরোধ ও দৃঢ়তার প্রতীক হিসেবে বিবেচিত তরমুজের বাইরের সবুজ রঙ এবং ভেতরের লাল, সাদা ও কালো রঙ ফিলিস্তিনের পতাকার রঙের প্রতিফলন।