
জামালপুরের বকশীগঞ্জে আজমাইন হোসেন (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামে নিজের ঘর থেকেই ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
আজমাইন হোসেন মালিরচর ধুমালীপাড়া গ্রামের তৌফিক হোসেন সোহেলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আজমাইনের বাবা বাইরে কাজ করে ফিরে এসে দেখতে পান ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে স্বজনেরা।
স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক কেনার জন্য টাকার চাপ বা অন্য কোনো কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামে নিজের ঘর থেকেই ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
আজমাইন হোসেন মালিরচর ধুমালীপাড়া গ্রামের তৌফিক হোসেন সোহেলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আজমাইনের বাবা বাইরে কাজ করে ফিরে এসে দেখতে পান ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে স্বজনেরা।
স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক কেনার জন্য টাকার চাপ বা অন্য কোনো কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।