
আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
রোববার (৩০ মার্চ) পোস্ট করা সেই ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ যা বলেছেন তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ উত্তর সময়ে আমরা সবাই একসঙ্গে প্রথম ঈদুল ফিতর পালন করছি। এই চব্বিশের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং শহিদ হয়েছেন তাদেরকে অকৃত্রিম শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনারা জানেন দীর্ঘ এক মাসে সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা যেই সংযম শিখেছি, সৌহার্দ্যের যে বার্তা পেয়েছে, সম্প্রীতির যে বার্তা পেয়েছি সেটি যেনো আমাদের স্থানীয় জীবন থেকে জাতীয় জীবনে, আমাদের সামগ্রিক জীবনে স্থায়ী প্রভাব রাখে। সবাইকে আবারও ঈদ মোবারক।’
এদিকে রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে আগামীকাল ঈদ পালনের ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (৩০ মার্চ) পোস্ট করা সেই ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ যা বলেছেন তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ উত্তর সময়ে আমরা সবাই একসঙ্গে প্রথম ঈদুল ফিতর পালন করছি। এই চব্বিশের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং শহিদ হয়েছেন তাদেরকে অকৃত্রিম শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনারা জানেন দীর্ঘ এক মাসে সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা যেই সংযম শিখেছি, সৌহার্দ্যের যে বার্তা পেয়েছে, সম্প্রীতির যে বার্তা পেয়েছি সেটি যেনো আমাদের স্থানীয় জীবন থেকে জাতীয় জীবনে, আমাদের সামগ্রিক জীবনে স্থায়ী প্রভাব রাখে। সবাইকে আবারও ঈদ মোবারক।’
এদিকে রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে আগামীকাল ঈদ পালনের ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।