
আবারও ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। ভারতীয় সময় শনিবার (২৯ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ নতুন করে কম্পন অনুভূত হয় মিয়ানমারের বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিলো ৪.৭।
শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর বিধ্বস্ত মিয়ানমারে একের পর এক আফটারশক হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ১ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।
শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর বিধ্বস্ত মিয়ানমারে একের পর এক আফটারশক হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ১ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।