ঈদে কেনাকাটা নির্বিঘ্ন করতে রাজধানীতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা

আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১১:১১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১১:১১:১৭ অপরাহ্ন
রাজধানীবাসী নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারেন সেজন্য তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক। আজ মঙ্গলবার দুপুরে নিউমার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে ৩০০ বেশি ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

খালিদুল হক বলেন, ‘নগরবাসীর যাতে নির্বিঘ্নে কেনা কাটা করতে পারে এ জন্য শপিং মল এলাকায় বিশেষ টহল টিম নজরদারি চালাবেন তারা। থাকবে র‍্যাবের আলাদা নিয়ন্ত্রণ কক্ষও।’

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘সাধারণ জনগণের ঈদ উপলক্ষে নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে পোশাকধারীদের পাশাপাশি নারী ও সাদা পোশাকে র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মার্কেটগুলোতে বিশেষ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

খালিদুল হক জানান, ‘ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ও মাঠে থাকবে র‍্যাব সদস্যরা।’

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।