শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ০৬:৪৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১০:০৬:৫৪ অপরাহ্ন

ঢাকা, ২৯ জুলাই (মনিকা সোহাগ): শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন যে, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। আজ বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এই বিষয়টি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তবে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উপযুক্ত পরিস্থিতি নেই।" তিনি আরও উল্লেখ করেন যে, প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আজ মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে মন্তব্য করতে তিনি অনীহা প্রকাশ করেন।

 

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আরও আলোচনা ও মূল্যায়ন প্রয়োজন। শিক্ষার্থীদের সুরক্ষা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।