দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৭:৪৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৭:৪৮:৫৭ অপরাহ্ন

বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান আবারও ফিরে পেলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার মালিকানা। মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে তাকে দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন প্রদান করা হয়, যা দীর্ঘদিন ধরে অন্য মালিকানায় ছিল।
 

এর আগে, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ ১২ মার্চ এক আদেশে সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেন। এর মাধ্যমে শফিক রেহমানের মালিকানা পুনরুদ্ধারের পথ সুগম হয়।
 

প্রসঙ্গত, ২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে পড়ে শফিক রেহমান যায়যায়দিন পত্রিকা ছাড়তে বাধ্য হন। দীর্ঘ ১৭ বছর পর তিনি পুনরায় তার পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন, যা দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
 

বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি মালিকানা পরিবর্তনের ঘটনা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শফিক রেহমান বরাবরই বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পক্ষে সোচ্চার ছিলেন, এবং তার পত্রিকার পুনরুদ্ধারকে অনেকেই সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায়ের বিজয় হিসেবে দেখছেন।

 
 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।