
এবারের ঈদে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ সিনেমা। অভিনেতার পরবর্তী সিনেমা নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে।
‘গাজনি’ খ্যাত পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ভাইজান। তাই এই সিনেমা যে বক্স অফিস কাঁপাবে তা আন্দাজ করাই যায়।
সম্প্রতি সিনেমার শ্যুটিং শেষ করেছেন সালমান। এরপরই জনসম্মুখে দেখা মিলল অভিনেতার। ভাইজানকে দেখে রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা।
প্রায় এক বছর ধরে দাড়ি-গোঁফ নিয়ে 'ম্যাসি' লুকে ছিলেন সালমান খান। কিন্তু নতুন সিনেমার শ্যুটিং শেষ করে সেই লুক বদলে ফেলেছেন তিনি। একেবারে ক্লিন-শেভড লুকে ধরা দিলেন অভিনেতা।
সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সালমানকে নতুন লুকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
নেটিজেনের একটা বড় অংশ, বিশেষত সালমান ফ্যানরা তাদের নায়কের এই লুক দেখে একদমই খুশি নয়। কেউ কেউ বলছেন, সালমানের বয়স বোঝা যাচ্ছে। কেউ আবার সাদা দাড়ি নিয়েও মন্তব্য করেছেন।
তারা বলছেন, বয়সের ছাপ পড়ে গেছে। সালমানের মুখে তার ছাপ স্পষ্ট। যদিও অনেক ফ্যানের আবার এই লুকও পছন্দ হয়েছে। তারা বলছেন, বলিউডের অন্যতম সুন্দর নায়ক যে সালমান, তা আবারও প্রমাণিত।
৯০ দিন ধরে মুম্বাই, হায়দরাবাদ মিলিয়ে দেশের একাধিক জায়গায় শ্যুটিং হয়েছে 'সিকান্দার' সিনেমার। ২০১৪ সালের 'কিক' ছবির পর আবার সালমানের ছবির প্রযোজন করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
মনে করা হচ্ছে, সালমান-সাজিদ জুটি আবার একবার ব্লকবাস্টার দিতে চলেছে। সূত্রের খবর, 'সিকান্দার'-এর পরই সাজিদেরই 'কিক ২' নিয়ে কাজ শুরু করবেন ভাইজান।
‘গাজনি’ খ্যাত পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ভাইজান। তাই এই সিনেমা যে বক্স অফিস কাঁপাবে তা আন্দাজ করাই যায়।
সম্প্রতি সিনেমার শ্যুটিং শেষ করেছেন সালমান। এরপরই জনসম্মুখে দেখা মিলল অভিনেতার। ভাইজানকে দেখে রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা।
প্রায় এক বছর ধরে দাড়ি-গোঁফ নিয়ে 'ম্যাসি' লুকে ছিলেন সালমান খান। কিন্তু নতুন সিনেমার শ্যুটিং শেষ করে সেই লুক বদলে ফেলেছেন তিনি। একেবারে ক্লিন-শেভড লুকে ধরা দিলেন অভিনেতা।
সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সালমানকে নতুন লুকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
নেটিজেনের একটা বড় অংশ, বিশেষত সালমান ফ্যানরা তাদের নায়কের এই লুক দেখে একদমই খুশি নয়। কেউ কেউ বলছেন, সালমানের বয়স বোঝা যাচ্ছে। কেউ আবার সাদা দাড়ি নিয়েও মন্তব্য করেছেন।
তারা বলছেন, বয়সের ছাপ পড়ে গেছে। সালমানের মুখে তার ছাপ স্পষ্ট। যদিও অনেক ফ্যানের আবার এই লুকও পছন্দ হয়েছে। তারা বলছেন, বলিউডের অন্যতম সুন্দর নায়ক যে সালমান, তা আবারও প্রমাণিত।
৯০ দিন ধরে মুম্বাই, হায়দরাবাদ মিলিয়ে দেশের একাধিক জায়গায় শ্যুটিং হয়েছে 'সিকান্দার' সিনেমার। ২০১৪ সালের 'কিক' ছবির পর আবার সালমানের ছবির প্রযোজন করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
মনে করা হচ্ছে, সালমান-সাজিদ জুটি আবার একবার ব্লকবাস্টার দিতে চলেছে। সূত্রের খবর, 'সিকান্দার'-এর পরই সাজিদেরই 'কিক ২' নিয়ে কাজ শুরু করবেন ভাইজান।