ট্রাম্পের নামে ভুয়া পোস্ট ছড়িয়ে শেখ হাসিনার ফিরে আসার গুজব! ফ্যাক্ট চেকে ধরা পড়লো প্রোপাগান্ডা

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০২:৫৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা! এবার মিথ্যাচারের শিকার হলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দাবি করা হয়, ট্রাম্প তার এক্স (পূর্বে টুইটার) একাউন্টে লিখেছেন— "Sheikh Hasina is coming back as Bangladesh PM soon." অর্থাৎ, "শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন।"

 

এই ভুয়া পোস্ট ঘিরে হাসিনাপন্থী মহলে উচ্ছ্বাসের ঝড় ওঠে। কিন্তু ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম Rumor Scanner দ্রুতই এর সত্যতা যাচাই করে জানিয়ে দেয়, এটি সম্পূর্ণ মিথ্যা দাবি এবং পোস্টটি ট্রাম্পের অফিসিয়াল একাউন্ট থেকে করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের নামে ছড়ানো স্ক্রিনশটের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, এটি ডিজিটাল ম্যানিপুলেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা হাসিনাপন্থী একটি চক্র পরিকল্পিতভাবে ছড়িয়েছে। ট্রাম্পের অফিসিয়াল একাউন্টে এমন কোনো পোস্টের অস্তিত্ব নেই।

 

 

প্রচারণার কৌশল হিসেবে এর আগেও হাসিনাপন্থীরা ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে নানা গুজব ছড়িয়েছে। তাদের ধারণা, ট্রাম্পের জয় মানেই হাসিনার "রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া"। কিন্তু বাস্তবতা ভিন্ন— মার্কিন প্রেসিডেন্টের বাংলাদেশ নিয়ে কোনো বিশেষ আগ্রহ নেই।

 

 

ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি মোটেও আগ্রহী নন। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশ প্রসঙ্গ উঠলে, ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করে মোদির দিকে বিষয়টি ঠেলে দেন। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, বাংলাদেশ নিয়ে তার বিশেষ কোনো ভূমিকা নেই।

 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।