প্যারিস অলিম্পিকের পর্দা উঠতেই চীন তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। অলিম্পিকের প্রথম দিনেই দুটি সোনার পদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে চীন।
শনিবার (২৭ জুলাই) শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে চীনের লিহাও সেং ও ইয়ুতিং হুয়াং জুটি প্রথম সোনা জয় করে। তারা দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম ও হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে পরাজিত করে।
এরপর মেয়েদের সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ডাইভিংয়ে চীনের ইয়ানি চ্যাং ও ইওয়েন চেন জুটি ৩৩৭.৬৮ স্কোর করে সোনা জিতে নেয়। যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি ৩১৪.৬৪ স্কোর করে রৌপ্য পদক এবং ব্রিটেনের দল ৩০২.২৮ স্কোর করে ব্রোঞ্জ পদক অর্জন করে।
প্যারিস অলিম্পিকের প্রথম দুটি সোনার পদকই চীনের ঘরে যাওয়ায় চীনের অলিম্পিক দল উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং এই সাফল্য তাদের ভবিষ্যৎ প্রতিযোগিতায় আরও উদ্দীপ্ত করবে বলে আশা করছে।