সারাদেশে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৩:৩৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৩:৩৫:২২ অপরাহ্ন
এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না- এমন দফাসহ ৫ দাবিতে সারাদেশে মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে কোনো শিক্ষার্থী ক্লাসে যাননি।

পাঁচ দফার দাবিতে রোববার দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরাও।

দাবি আদায়ে সোমবার অ্যাকাডেমিক শাটডাউন এবং মঙ্গলবার হাই কোর্টের উদ্দেশে লংমার্চের ঘোষণা দেন তারা।

সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন তারা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাকি জাকিউল আলম গণমাধ্যমকে বলেন, ম্যাটসের বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আজ ক্লাস বর্জন করেছে। তবে এটা পুরোপুরি শিক্ষার্থীদের বিষয়, এ বিষয়ে অফিসিয়াল ডিসিশন হয়নি।

ঢাকা মেডিকেল কলেজেও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।

সেখানকার পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন সোমবার গণমাধ্যমকে বলেন, আজ আমাদের অ্যাকাডেমিক শাটডাউন তথা ক্লাসবর্জন কর্মসূচি চলছে। এজন্য আমরা যার যার বাসায় বা হলে অবস্থান করছি।

দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ চার দফা দাবিতে এ মাসের প্রথম সপ্তাহে ঢাকায় বিক্ষোভ করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা। সরকারের আশ্বাসে তাদের বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে। তাদের পাল্টায় সারাদেশে নানা কর্মসূচি পালন করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।