অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন এস এম মুনীর

আপলোড সময় : ২৫-০৭-২০২৪ ১০:৩১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৪ ১০:৩১:০৮ অপরাহ্ন

জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার তিনি এই দায়িত্ব পান এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয় বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

 

আইন মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

 

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন, এবং তাদের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

 

এই নিয়োগে আইনজীবী মহলে প্রশংসা ও সমর্থনের জোয়ার বইছে, কারণ এস এম মুনীর তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার জন্য সুপরিচিত। তার নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আরো দক্ষতার সঙ্গে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।