
'আয়নাঘর আজকের না, তা শেখ মুজিবের আমলেই হয়েছে'"গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা— তা শেখ মুজিবের আমলেই হয়েছে" বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র‒ এই মটো (নীতিবাক্য বা আদর্শ) ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন, তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন।"
তিনি বলেন, "শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নীপিড়ন চালিয়েছেন।"
তিনি আরও বলেন, "১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নীপিড়ন চালানো হয়েছিলো, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিলো।"
মাহফুজ আলম বলেন, "তার মেয়ে জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানান নাই। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসাবে রূপ দিয়েছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন। মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন।"
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র‒ এই মটো (নীতিবাক্য বা আদর্শ) ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন, তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন।"
তিনি বলেন, "শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নীপিড়ন চালিয়েছেন।"
তিনি আরও বলেন, "১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নীপিড়ন চালানো হয়েছিলো, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিলো।"
মাহফুজ আলম বলেন, "তার মেয়ে জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানান নাই। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসাবে রূপ দিয়েছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন। মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন।"