Former DIG Molya Nazrul Islam has been remanded for five days

সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৭:১৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৭:১৮:৩২ অপরাহ্ন

রাজধানীর গুলশানে কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদের হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (তারিখ উল্লেখ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হক, মোল্যা নজরুল ইসলামের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে, শনিবার (তারিখ উল্লেখ) রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদা পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর প্রগতি সরণীতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, এ হামলায় পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা জড়িত ছিলেন। এ সময় শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হন। ঘটনার প্রায় দুই মাস পর, ৫ অক্টোবর, আহত শিক্ষার্থীর বাবা হুমায়ুন কবীর গুলশান থানায় ৩৫ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

 
 
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।