হাসপাতালে রুক্মিণী, ভক্তদের দুশ্চিন্তা

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:২৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:২৫:০৫ অপরাহ্ন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বেশকিছুদিন ধরেই জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে শহরের একটি হাসপাতালে ভর্তি হন রুক্মিণী।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে হাসপাতালের বিছানায় স্যালাইন হাতে শুয়ে থাকতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাল ছাড়ছি না, লড়াই করছি।’   

রুক্মিণীর অসুস্থতার খবর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিচালক রামকমল মুখোপাধ্যায়, অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘তুমি একজন যোদ্ধা, এই জেদটা কখনও ছাড়বে না।’

রুক্মিণীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।