নিখোঁজের ৫৪ ঘণ্টা পর ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তর উদ্ধার

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:২৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:২৪:১৭ অপরাহ্ন
নিখোঁজের ৫৪ ঘণ্টা পর গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহসম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তরকে (৩০) উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ নবীনগর এলাকার একটি বসতঘর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম। 

গত বৃহস্পতিবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন অন্তর। তখন কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ৬ কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। অন্তর দীর্ঘদিন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছিলেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পটুয়াখালী পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।