সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণ

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০৬:৪৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০৬:৪৩:২৫ অপরাহ্ন

বাংলাদেশের সুপরিচিত ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উপস্থিতিতে তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, "আমি স্বেচ্ছায় এবং পূর্ণ উপলব্ধি নিয়েই ইসলাম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার সংগ্রহে কোরআনের বাংলা অনুবাদের তিনটি কপি রয়েছে, যেগুলো পড়েছি এবং বুঝতে চেষ্টা করেছি।"

তার ইসলাম গ্রহণের পর মসজিদের মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং ইসলামী পোশাক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বহু মানুষ তার এই নতুন জীবনের জন্য শুভকামনা জানান এবং তাকে ইসলামের সৌন্দর্য বোঝার আহ্বান করেন।

 
 
 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।