শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকা হতে ১৮/০১/২০২৫ ইং তারিখ রোজ শনিবার হাজী মো:
নবী হোসেন এর বহুতল ভবনের তিন তলা হতে
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব
মো: জয়নাল আবেদীন মন্ডল এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিদেশী অবৈধ মদের বোতল উদ্ধার করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন গোপন সুত্রের সংবাদে অভিযানে মোট ৮৭টি বিদেশী অবৈধ মদের বোতল উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনী আসার খবর পেয়ে পালিয়ে যায়। অবৈধ বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদের বোতলগুলো কয়েলের কার্টুনে করে পরিবহন করা হয়েছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন অপরাধীকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।