মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কিছুটা কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এমন চিত্র দেখা যায়।
এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৮৫.০৬৫০ রুপি। আগের দিন অর্থাৎ বুধবার যা কমে দাঁড়িয়েছিল ৮৪.৯৫২৫ রুপি।
প্রকাশিত তথ্যে দেখা গেছে, রুপির মূল্য ৮৪ থেকে ৮৫ হতে দুই মাস সময় লেগেছে। ৮৩ থেকে কমে ৮৪ হতে সময় লাগে ১৪ মাস। আর ৮২ থেকে ৮৩ রুপিতে নামতে সময় লেগেছিল ১০ মাস।
এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা যেমন কোরিয়ান ওন, মালয়েশিয়ার রিঙ্গিট ও ইন্দোনেশিয়ার রুপিয়ার মূল্য শূন্য দশমিক ৮ থেকে ১ দশমকি ২ শতাংশ পর্যন্ত কমেছে।
অন্যদিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।
তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ।
এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৮৫.০৬৫০ রুপি। আগের দিন অর্থাৎ বুধবার যা কমে দাঁড়িয়েছিল ৮৪.৯৫২৫ রুপি।
প্রকাশিত তথ্যে দেখা গেছে, রুপির মূল্য ৮৪ থেকে ৮৫ হতে দুই মাস সময় লেগেছে। ৮৩ থেকে কমে ৮৪ হতে সময় লাগে ১৪ মাস। আর ৮২ থেকে ৮৩ রুপিতে নামতে সময় লেগেছিল ১০ মাস।
এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা যেমন কোরিয়ান ওন, মালয়েশিয়ার রিঙ্গিট ও ইন্দোনেশিয়ার রুপিয়ার মূল্য শূন্য দশমিক ৮ থেকে ১ দশমকি ২ শতাংশ পর্যন্ত কমেছে।
অন্যদিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।
তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ।