হাসনাত আব্দুল্লাহ

সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য দেড় যুগের আন্দোলন সফল হয়নি

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:০৫:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:০৫:০২ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ত্যাগী নেতা-কর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম, কারাবরণ ও আন্দোলন সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি।

শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম তিনি উল্লেখ করেননি।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান কামাল, আসাদুজ্জামান নূর, শেখ সেলিম, আব্দুল মান্নান-গংরা গ্রেফতার হওয়ার পর যারা তদবির করেছেন, তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা ও আত্মীয়তার দোহাই দিয়ে জামিন পাওয়ানোর জন্য চাপ দিয়েছেন, আপনাদের নাম আমাদের এখন জানা।

তিনি আরও লেখেন, ত্যাগী নেতা-কর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম, কারাবরণ ও আন্দোলন আপনাদের মতো সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।