হলে অবস্থানরত অত্যন্ত গরিব ও মেধাবীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল কর্তৃপক্ষ।
শুক্রবার (১ নভেম্বর) রাতে জাগো নিউজকে হল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাই শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।
পরিকল্পনাগুলো হলো- ব্লক ওয়াইজ স্পোর্টসের ব্যবস্থা করা, ব্লক ওয়াইজ বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা, হলে ধুমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা, ২ মাস পরপর শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করা, অভিযোগ বক্স রাখা, অত্যন্ত গরিব ও মেধাবীদের জন্য হল থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, হলের শিক্ষার্থীদের মধ্যে অনার্সে সর্বোচ্চ ফলাফলকারীকে বেস্ট অ্যাওয়ার্ড প্রদান (প্রভোস্টের পক্ষ থেকে), বিভিন্ন কালচারাল ইভেন্টের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের পড়াশোনামুখী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, হলের অ্যালামনাই গঠন করা এবং খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে সার্বক্ষণিক তদারকি করা ইত্যাদি।
শুক্রবার (১ নভেম্বর) রাতে জাগো নিউজকে হল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাই শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।
পরিকল্পনাগুলো হলো- ব্লক ওয়াইজ স্পোর্টসের ব্যবস্থা করা, ব্লক ওয়াইজ বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা, হলে ধুমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা, ২ মাস পরপর শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করা, অভিযোগ বক্স রাখা, অত্যন্ত গরিব ও মেধাবীদের জন্য হল থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, হলের শিক্ষার্থীদের মধ্যে অনার্সে সর্বোচ্চ ফলাফলকারীকে বেস্ট অ্যাওয়ার্ড প্রদান (প্রভোস্টের পক্ষ থেকে), বিভিন্ন কালচারাল ইভেন্টের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের পড়াশোনামুখী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, হলের অ্যালামনাই গঠন করা এবং খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে সার্বক্ষণিক তদারকি করা ইত্যাদি।