সরকারি শারীরিক শিক্ষা কলেজ শিক্ষক সমিতির নেতৃত্বে রায়হান-বারী

আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১১:৩৫:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১১:৩৫:২৭ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারি শারীরিক শিক্ষা কলেজ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন রায়হান হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল বারী।

তারা দুজনই ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক। আগামী দুই বছর রায়হান হোসাইন ও আব্দুল বারী এ দায়িত্ব পালন করবেন।

রোববার (২৭ অক্টোবর) সমিতিভুক্ত ছয় কলেজের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রির্টানিং অফিসার রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক রুহুল আমিন।

ঘোষিত ফলাফলে শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম।

তাছাড়া যুগ্ম সম্পাদক পদে ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক হানিফ আলী, আইসিটি ও মিডিয়া সম্পাদক রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক রুহুল আমিন, অর্থ সম্পাদক ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক বেলাল হোসেন এবং প্রচার সম্পাদক পদে বরিশাল সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক ইয়াকুব আলী নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।