মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮

আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মাদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-২।

গ্রেফতাররা হলেন- মো. তামিম, মো. নাঈম, মো. হাসান, মো. রাকিব, মো. লিটন, মো. রাসেল, মো. লিমন ও মো. জুবায়ের।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ২৮ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সব স্থানে র‍্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সামুরাই, চাকু, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এএসপি শিহাব করিম আরও বলেন, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের চাপাতি, সামুরাই ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।  

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।