নোয়াখালী সদর উপজেলায় অভিযানে চিহ্নিত পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার চরমটুয়া গ্রামের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির (১৮)।
তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহারের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে চরমটুয়া এলাকায় সেনাবাহিনীর দুটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। পরে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার চরমটুয়া গ্রামের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির (১৮)।
তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহারের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে চরমটুয়া এলাকায় সেনাবাহিনীর দুটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। পরে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।