নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১২:০৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১২:০৬:১৫ অপরাহ্ন
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন ড. ইউনূস।

এছাড়াও অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো দেশের প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন ড. ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ড. মুহাম্মদ ইউনূসের দিকে দৃষ্টি রয়েছে বাংলাদেশের জনগণের।

কারণ, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি।

ইতোমধ্যে আলোচনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়টি। কারণ তিন দশক পর জাতিসংঘে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।