সুইজারল্যান্ডে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০১:৫০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০১:৫০:০৪ অপরাহ্ন
সুইজারল্যান্ডে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আলাউদ্দিন।

কোরআন থেকে তেলাওয়াত করেন আজীজুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন লিপন মোল্লা, মোজাম্মেল হোসেন, হায়দার আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ ইয়াসিন ও লিপন মোল্লা।

সভায় বক্তব্য দেন, সুইজারল্যান্ড বিএনপির সভাপতি শেখ আনোয়ার, সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, লুজান বিএনপির সভাপতি কাউসার মিয়া, লুজান বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সুইজারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা তাদের প্রাণের সংগঠনে এসে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা দুর্নীতিবাজ স্বৈরাচার আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি দুর্নীতিমুক্ত, আইনের শাসন বাস্তবায়ন, স্বাধীন পররাষ্ট্রনীতি ও গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।