রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তেজগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।
এদিকে, জালাল আহমেদকে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কারওয়ান বাজারের চাঁদাবাজদের তালিকায় জালালের নাম রয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা এই তালিকা তৈরি করেছেন।
তবে ভিডিওতে জালাল দাবি করেন, কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তিনি এসে তাদের মারামারি না করতে বলেন। তিনি কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী এবং তিনি চাঁদাবাজিতে জড়িত নন বলেও দাবি করেন তিনি।
এদিকে, জালাল আহমেদকে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কারওয়ান বাজারের চাঁদাবাজদের তালিকায় জালালের নাম রয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা এই তালিকা তৈরি করেছেন।
তবে ভিডিওতে জালাল দাবি করেন, কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তিনি এসে তাদের মারামারি না করতে বলেন। তিনি কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী এবং তিনি চাঁদাবাজিতে জড়িত নন বলেও দাবি করেন তিনি।